বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে লালপুর বাজারে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সামব্যাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড বীরেন সাহা, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।
ইউএনও নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিন তলা বিশিষ্ট এ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ২ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হবে।
এর আগে লালপুর বালিতিতা হাইস্কুল থেকে পদ্মা নদীর ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন সংসদ সদস্য।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/