মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মিল্কিপাড়া এলাকার ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, মীরকাদিম বাজার এলাকায় অবৈধ জাল কারখানায় অভিযান চালানো হয়।
এসময় ফ্রেন্ডস ফিশিং নেট কারখানা থেকে অবৈধ ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। পরে কারখানাটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জাল নয়াঁগাও এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।