শুক্রবার (মার্চ ২৪) ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রচণ্ড যানজট। সকাল আটটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সোনারগাঁও পার হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে রোববার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। একসঙ্গে তিনদিনের ছুটি পেয়ে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। এরই প্রতিক্রিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে যানজট।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরএম/আরআই