বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে মুগদা থানাধীন উত্তর মান্ডার ৭৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, ওই বাসায় নয়ন নামে এক যুবক থাকতেন।
পরে সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আবুল কালামের মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় দাগ রয়েছে।
মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এসআই আব্দুল কাইয়ুম।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/ওএইচ/এমজেএফ