শুক্রবার (২৪ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাট জেলার সদর উপজেলার করই কাতিপুর গ্রামের আব্দুল বারির ছেলে চালক লিটন মণ্ডল (২৬) ও একই উপজেলার খঞ্জনপুর গ্রামের বাহার উদ্দিন মণ্ডলের ছেলে হেলপার আব্দুল সালান মণ্ডল (২৭)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আলী বাংলানিউজকে জানান, সকালে সেতুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল ও পিকআপসহ চালক-হেলপারকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/