সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে চিঠি এসেছে বুধবার। ফলে জাতীয়ভাবে অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে শ্রদ্ধা নিবেদন করা হবে।
শহীদুল ইসলাম বলেন, এবছর থেকে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হবে। দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘে আবেদনও করা হয়েছে। ফলে সারাদেশেই রাতের বদলে ভোরে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪২ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনইউ/বিএস