শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কলাবাড়ি এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। সাদেকুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমা গ্রামের মেরাতুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাংলানিউজকে জানান, সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলেন সাদেকুল। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল তাকে অনুসরণ করে। একপর্যায়ে কানসাট কলাবাড়ি এলাকার একটি আমবাগানে তাকে ঘিরে ফেলা হয়। এসময় তিনি পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, দু’টি ম্যাগজিন ও চার গুলি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/