শুক্রবার (২৪ মার্চ) ভোরে তাকে উপজেলার মোহনগঞ্জ থেকে আটক করা হয়। আবদুল হান্নান দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে বলেন, আগে থেকেই খবর ছিল পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে মাদকের একটি বড় চালান বাগমারা হয়ে তাহেরপুরের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে মোহনগঞ্জ সড়কে অবস্থান নেয় পুলিশ। ভোরে মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সামনে একটি গাড়িকে থামানো হয়।
এরপর ওই গাড়ি তল্লাশি করে ৭শ’ ২০ বোতল অ্যাকোহল জব্দ করা হয়। এ ঘটনায় হান্নানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করা হবে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসএস/এসআরএস/এইচএ/