ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ২ বসতবাড়ি পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
মিরসরাইয়ে ২ বসতবাড়ি পুড়ে ছাই মিরসরাইয়ে ২ বসতবাড়ি পুড়ে ছাই

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে দু’টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাদামতলা রবিউল হোসেন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামসুদ্দিন বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন ও আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আগুনে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।