শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে তাকে ইউনিয়নের মধুয়াই এলাকার তার বাড়ির পাশ থেকে আটক করা হয়। তিনি বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
র্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জয়নাল মেম্বর হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য কামাল। এর আগে ২০১৪ সালের একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তফা মুনির হত্যার অভিযোগপত্রেও তার নাম রয়েছে। আটক কামালকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আরবি/এইচএস