ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নির্যাতন প্রতিরোধে হেল্পলাইনের পরিবর্তিত নম্বর ১০৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
নির্যাতন প্রতিরোধে হেল্পলাইনের পরিবর্তিত নম্বর ১০৯

ঢাকা: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে চলমান হেল্পলাইন সেন্টারের আগের ৫ ডিজেটের ১০৯২১ নম্বরটি পরিবর্তন করে ৩ ডিজিটে নামিয়ে আনা হয়েছে। এখন ১০৯ নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে।

যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে সহিংসতার শিকার নারী ও শিশু কিংবা তার পরিবর্তে সংশ্লিষ্ট কেউ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ১০৯ টেলিফোন নম্বরে ফোন করে বিনামূল্যে এ সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

যাতে বলা হয়েছে, হেল্পলাইন ৫ ডিজিটে থাকায় এ সংখ্যাটি সবার কাছে তাৎক্ষণিকভাবে মনে রাখা সম্ভব হয় না বিধায় পরিবর্তন করে ৩ ডিজিটে করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকরী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘন্টা, মার্চ ২৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।