ফুলবাড়িতে ১৪ কেজি গাঁজা জব্দ
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২৪ মার্চ) সকালে বালারহাট সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৫ এর ৪ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিসাকোটাল এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
কুড়িগ্রামস্থ ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।