অপহৃতরা হলেন- বন্দর মেরিন একাডেমির ইকবাল এন্টারপ্রাইজের লেবার আ. রহিম (৩০), মো. ফরিদুল ইসলাম (১৬) ও মো. রাকিব (২২)। গ্রেফতাররা হলেন- রবিউল আবেদীন ওরফে রবিন (২১), মো. রানা (২২), মো. হৃদয় (২২), মো. আলামিন (২৬) ও মো. মিঠু (২৭)।
শুক্রবার (২৪ মার্চ) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকা হতে ইকবাল এন্টারপ্রাইজের তিনজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে অজ্ঞাতনামা অপহরণকারী চক্র। এ সময় বিষয়টি তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মঈনুল হককে অবহিত করা হয়। তিনি জেলা গোয়েন্দা পুলিশের আইটি শাখাকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের নিদের্শ দেন।
জেলা ডিবির আইটি শাখার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই গিয়াস উদ্দিন, এএসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি দল দেওভোগ পাক্কা রোড ও নন্দিপাড়া এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে দেওভোগ পাক্কা বেড়িবাঁধ এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার ও সঙ্গে থাকা পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় দু’টি ধারালো চাকু, মুক্তিপণের ২৫শ’ টাকা ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, অপরহরণকারী চক্রটি প্রায়ই কালীরবাজারের বিভিন্ন স্থানে কাজ করতে বাইরে থেকে আসা লোকজনকে টার্গেট করে অপহরণ করে। এ সময় তারা পুলিশের পরিচয় পর্যন্ত দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসআরএস/আরআই