জাতিসংঘের কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইম্যানের ৬১তম অধিবেশনের সাইড ইভেন্টে বাংলাদেশি আমেরিকানদের পক্ষে ফেমের প্রতিনিধি হিসেবে বক্তব্যে তিনি এই কৃতজ্ঞতা জানান। নিউইয়র্কে জাতিসংঘে এ অধিবশেনটি চলে ১৩ থেকে ২৪ মার্চ।
জাকিয়া জাহান অধিবেশনে বাংলাদেশের নারীদের সম্পর্কে বলেন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভিশন ২০২১ নামক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। জয়িতা এর মধ্যে অন্যতম সফল প্রকল্প। গ্রামের ছাত্রীদের বৃত্তি দেওয়া ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করছে বর্তমান সরকার। একটি বাড়ি, একটি খামার প্রকল্প সফলতা লাভ করেছে। বাংলাদেশে গত দুই দশকে ৬৬ শতাংশ মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে। এইসব সাফল্যের জন্য আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, আমি একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে বলতে চাই- বাংলাদেশের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বিশ্ববাসীর অনেক কিছু শেখার আছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য।
এছাড়া আরও বক্তব্য রাখেন, গাইনি বিশেষজ্ঞ ডা. ডেনিয়েল্যাে কয়েস্টনার, ফেম মেডিকেল রেসিডেন্ট নিরা লপেটেগুই এবং ওম্ব ইন্টারন্যাশনালের প্রতিনিধি অ্যানি ক্যাথরিন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আইএ