শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে মহানগরীর পিটিআই মোড়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মাহবুব পিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে পিটিআই মোড়ের কাছেই খানজাহান আলী রোডের সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চত্বরের বাসায় ফিরছিলেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাহবুবকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। গুলিটি তার উরুতে বিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এমআরএম/আরআইএস/আরআই