ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
খুলনায় পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ গুলিবিদ্ধ মাহবুব মোস্তফা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক (ইন্সট্রাক্টর-শারীরিক শিক্ষা) মাহবুব মোস্তফাকে (৩৬) গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে মহানগরীর পিটিআই মোড়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, মাহবুব পিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে পিটিআই মোড়ের কাছেই খানজাহান আলী রোডের সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চত্বরের বাসায় ফিরছিলেন।

এ সময় একটি মোটর সাইকেলে দু’জন ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাহবুবকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। গুলিটি তার উরুতে বিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এমআরএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।