শুক্রবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, বিজিএমইএ ভবন ভাঙার যে রায় দিয়েছে, তার প্রতি আমরা সম্মান জানিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি- দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে এ ভবনটি সরকারের অধীনে নিয়ে বঙ্গবন্ধুর নামে শ্রমিক হাসপাতাল ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হোক।
তিনি আরো বলেন, এটা ৪০ লাখ পোশাক শ্রমিদের রক্ত জড়িত। দেশের বৃহত্তম পোশাক শিল্পের শ্রমিকদের জন্য স্বাস্থ্য ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগটি অত্যন্ত প্রয়োজন।
এটা নির্মিত হলে দেশ যেমন আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে তেমনি বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এএম/এসএইচ