শুক্রবার (২৪ মার্চ) বিকেলে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি পরিদর্শন করেন তিনি।
‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রথমেই ঘুরে দেখেন ঐতিহাসিক ফাঁসির মঞ্চটি।
এ সময় মন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘মঞ্চটি কি এখনও কাজ করে’ এখনও অক্ষত আছে? উত্তরে আইজি প্রিজন বলেন, জ্বি, এটা এখনও প্রস্তুত আছে। তৈরির পর থেকে এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে ফাঁসির মঞ্চটি।
পরে আইজি প্রিজন ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা স্মৃতি জাদুঘর, জাতীয় চার নেতার কারা স্মৃতি এবং কারা হাসপাতাল ঘুরিয়ে দেখান।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, এ কারাগারটি ইতিহাসের সাক্ষী। কারাগারের প্রতিটি জায়গাতেই রয়েছে ইতিহাস ও ঘটনা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসজেএ/আরআইএস/আরআই