শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সামনে জালগুলো পোড়ানো হয়। এসময় নৌ-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সায়ফুজ্জামান ফারুকী উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ছয়টি বিন্দি জাল জব্দ করে নৌ পুলিশ।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. হাসিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে, এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি