শুক্রবার (২৪ মার্চ) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই।
বিগত চার দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।
আমি দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করছি। এ বিশেষ দিবসে আমি আবারও আপনাকে এবং বাংলাদেশের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
কেজেড/এসএইচ/এমএমকে