শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর চৌধুরীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফুল মিয়া বাংলানিউজকে জানান, ইউনিয়ন পরিষদের পাশে আবুল হোসেনের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে একা থাকতেন সচিব জামান।
জামানের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সবাই আমার জন্য দোয়া করবেন বলে জানান তিনি।
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী জজ মিয়া বাংলানিউজকে বলেন, কেন তিনি এরকম করলো এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে কিছুদিন ধরে তিনি আনমনা থাকতেন, কথাবার্তা কম বলতেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি