শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের মধিনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের মধিনগর ও রাজাপুর গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। বিকেলে রাজাপুর ও মধিনগর গ্রামের সীমান্তে অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে চালকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউপি সদস্য আব্দুল মান্নান চেষ্টা করেলে প্রতিপক্ষের লোক তাকে কুপিয়ে হত্যা করেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি