শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে সুমন ও একই ইউনিয়নের কেন্দুরবাগ গ্রামের বদু মিয়ার ছেলে বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সুমন ও বাচ্চু মোটরসাইকেল নিয়ে ফেনী থেকে বাড়িতে ফিরছিলেন। তারা নোয়াখালী-ফেনী মহাসড়কের ফতেপুর এলাকার পৌঁছালে একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌমুহনী হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি