ওই সময় শহীদদের মধ্যে নাম জানা গেছে ৪ শিক্ষক ও ৬৩ শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর। তাদের স্মরণে জগন্নাথ হলে নির্মিত হয়েছে ‘হল ফলক’।
সরেজমিনে দেখা যায়, ২৫ শে মার্চ দিনটি স্মরণে হলের সব জায়গায় চলছে প্রস্তুতি। আল্পনা আঁকার পাশাপাশি ২৫ মার্চ স্মরণে নির্মিত ফলকেও শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন নির্মাণ শ্রমিকরা।
তবে এর উদ্বোধন সম্পর্কে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার বাংলানিউজকে বলেন, আমরা পুরো ফলকটি নতুনভাবে নির্মাণ করেছি। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে। জগন্নাথ হলে চলা সে সময়ের নারকীয় তাণ্ডবের কথা কিছুটা হলেও নতুন প্রজন্ম অনুধাবন করতে পারবে। সেই দিন এ হলের অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধার মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে।
বাংলানিউজকে তিনি জানান, শনিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এ ফলকের উদ্বোধন করবেন।
এদিকে, ২৫ শে মার্চ উপলক্ষে হলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে হল প্রাধ্যক্ষের কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ৭১-এর ২৫ মার্চ কালোরাত ও গণহত্যা দিবস স্মরণানুষ্ঠান কমিটির আহ্বায়ক ও হলের আবাসিক শিক্ষক তাপস কুমার বিশ্বাস।
তিনি জানান, ২৫ মার্চ সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৬টায় শহীদদের স্মরণে স্থাপনা শিল্পের প্রদর্শন, ৭টায় নাট্যানুষ্ঠান, রাত ৮টায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, ১১টায় মশাল প্রজ্জ্বলন, ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন।
রাত ১১টায় মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও হলের আবাসিক শিক্ষক সুধাংশু শেখর রায়, বিপুল চন্দ্র দেবনাথ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
জেডএস