ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে স্থানীয় মহিলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. তানজিল জানান, ওই ব্যক্তিকে দেখে ভবঘুরে মনে হচ্ছিলো। উত্তরা ৯ নম্বর সেক্টরের জসিমউদ্দিন রোডের ফুটওভার ব্রিজের নিচে কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি আহত অবস্থায় পড়েছিলেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।