গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে স্থানীয় মহিলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. তানজিল জানান, ওই ব্যক্তিকে দেখে ভবঘুরে মনে হচ্ছিলো। উত্তরা ৯ নম্বর সেক্টরের জসিমউদ্দিন রোডের ফুটওভার ব্রিজের নিচে কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি আহত অবস্থায় পড়েছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এজেডএস/জেডএস