শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাতে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বোয়ালিয়া থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসন খাঁন বাংলানিউজকে বলেন, নিহত মীম রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তারা রাণীনগর এলাকার নেক্সট কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় অনেকদিন ধরে ভাড়া থাকতো।
বিকেলে মীমের মা’সহ পারিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে যান। তখন বাড়িতে মীম একাই ছিলো। রাতে সবাই বাসায় ফিরে দেখে নিজ শয়নকক্ষে গলায় ওড়নার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মীমের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মীম আত্মহত্যা করেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসএস/জেডএস