শুক্রবার (২৪ মার্চ) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র রায় এ আদেশ দেন।
এর আগে ভোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে।
আটককৃত জেএমবি সদস্যরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ডাঙ্গাপাড়ার আজিজুর রহমানের ছেলে জাকির হোসেন (৩২) ও নশরতপুর মাছুয়াপাড়ার হানিফ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (৩০)।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ সোহরায়ার্দী বাংলানিউজকে জানান, ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই জঙ্গি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড করেছেন।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক জঙ্গি সদস্যরা ২০১৫ সালের ৪ ডিসেম্বর জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ রাসমেলা প্রাঙ্গণে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত। দীর্ঘ ১৬ মাস তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে চিরিরবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
জেডএস