শুক্রবার (২৪ মার্চ) রাতে ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান উদ্ধার অভিযান চালিয়ে ঠাকুরগাঁও পৌরসভাধীন ছিট চিলারং গ্রামে বালিয়াডাঙ্গী মোড় আ. বাকীর চায়ের দোকানের সামনে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে আটক করা হয়।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর বটতলী গ্রামের মৃত. লবজান বাবু ওরফে নওয়াব আলীর ছেলে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক জানান, তরিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে বালিয়াডাঙ্গী মোড়ে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তরিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
জেডএস