ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘গণহত্যার ইতিবৃত্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘গণহত্যার ইতিবৃত্ত’ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর প্রাঙ্গনে চলছে ‘গণহত্যার ইতিবৃত্ত’ শীর্ষক দু'দিনব্যাপী অনুষ্ঠান/ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে রক্তাক্ত ২৫ মার্চ গণহত্যা দিবস।

রাজধানীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর প্রাঙ্গনে চলছে ‘গণহত্যার ইতিবৃত্ত’ শীর্ষক দু'দিনব্যাপী অনুষ্ঠান।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত ও দু'টি গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মাহমুদ রেজা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিএমপি ও বিজিবি'র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে ইয়াহিয়া খান তৎকালীন পূর্ব পাকিস্তান ত্যাগের আগে ‘অপারেশন সার্চলাইট’ চালানোর নির্দেশ দিয়ে যান। ২৫ মার্চ মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাবি ছাত্রাবাস ও শাঁখারিবাজারে ঘুমন্ত বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।