শনিবার (২৫ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘২৫ মার্চ একাত্তরের গণহত্যা: আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের সব কূটনীতিদের সঙ্গে কথা বলে তাদের সমর্থন নিয়ে জাতিসংঘে উপস্থাপন করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গণহত্যার চিত্র দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কো-অর্ডিনেটর অডিটর মাসুদ আহমেদ, বিশিষ্ট নারী ব্যক্তিত্ব অ্যারোমা দত্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এএম/ওএইচ/এমজেএফ