শুক্রবার (২৪ মার্চ) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া নয়াবাড়ি এলাকার মহিউদ্দিন টাওয়ারের নিচ তলায় আক্তার রাইস এজেন্সির গোডাউন থেকে চাল ও আটাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. আক্তার হোসেন (৪০) ও ইস্রাফিল শেখ (৩০)।
শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সোহাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আক্তার রাইস এজেন্সির গোডাউনে অভিযান চালানো হয়। এসময় ৪৪ বস্তা সরকারি চাল ও ১০০ বস্তা আটাসহ দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান বাংলানিউজকে বলেন, আমার উপস্থিতিতে গোডাউনের তালা খুলে চাল ও আটা উদ্ধার করা হয়। আটক দুই ব্যক্তি কালোবাজারি থেকে চাল ও আটা কিনে নিজেদের হেফাজতে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনটি