শনিবার (২৫ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। টুলু মিয়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টুলু মিয়া কার্পাসডাঙ্গা কবরস্থানের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি ইট বোঝায় ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টুলু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এনটি