শনিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। রনি পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার গোলাম মোস্তফার ছেলে।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালাম হাওলাদার বাংলানিউজকে জানান, দুপুরে বন্ধু আবু সালেহ ও আল-আমিনসহ পার্কে ঘুরতে যান রনি। পরে কুমির বেষ্টনিতে হাত ধোয়ার জন্য পুকুরে নামেন তিনি। এসময় পেছন থেকে একটি কুমির তার হাত কামড়ে ধরে পুকুরে নিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই