শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে ময়না তদন্ত শুরু হয়ে চলে ১ ঘণ্টা।
ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, জঙ্গির পিঠে বোম বাঁধা ছিল।
তিনি আরও বলেন, জঙ্গির পরিচয় নিশ্চিত করতে শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে, ২৪ মার্চ সন্ধ্যার বিমানবন্দরে গোলচত্বর সংলগ্ন উত্তরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছে বিস্ফোরণে হামলাকারী নিহত হন। পরে সেখান থেকে কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার সময় এক কনস্টেবলসহ ৬ জন আহত হন।
** বিমানবন্দরে পুলিশ বক্সে হামলাকারীর মরদেহ ঢামেকে
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসটি/আরআইএস/এসএইচ