শনিবার (২৫ মার্চ) দুপুরে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ওই নারীর স্বামী রবিউল ও পরিবারের সদস্য সুফিয়া আহত হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, শুকুর বানু বাড়ির কাছে দেয়াল ঘেরা একটি ফাঁকা জমির পাশে কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুরকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরআইএস/টিআই