ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটির পথে মাউন্টেন বাইক প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
রাঙামাটির পথে মাউন্টেন বাইক প্রতিযোগিতা খাগড়াছড়ি থেকে রাঙামাটির পথে মাউন্টেন বাইক প্রতিযোগিতা-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে তিন দিনব্যাপী ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ খাগড়াছড়ি থেকে রাঙামাটির পথে।

শনিবার (২৫ মার্চ) সকালে দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ির চেঙ্গি ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এ এস এম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য, পৌর মেয়র রফিকুল আলম ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার প্রমুখ।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) সকালে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইপাড়া এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রাঙামাটির সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত মোট ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে মোট ৪২ জন প্রতিযোগী। প্রথম দিনে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে তারা।

স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।