নিহত ফারজানা কাউলিবেড়া গ্রামের আলমগীর শেখের মেয়ে।
শনিবার (২৫ মার্চ) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, গত ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ফারজানার ঘরে ঢুকে প্রতিবেশী লিটন মাতুব্বর ধর্ষণ করেন। মেয়েটি বিষয়টি তার মাকে জানালে লোকলজ্জার ভয়ে কাউকে না জানিয়ে কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন কবিরাজি চিকিৎসা চলাকালে ৩/৪ দিন আগে তার অবস্থার অবনতি ঘটে।
পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোররাতে ফারজানার মৃত্যু হয়।
মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ফারজানার মা ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ লিটন মাতুব্বরকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরকেবি/এএসআর