ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে ছাগল বাঁচাতে গিয়ে নৌকা ডুবে জান্নাতুল ফেরদৌস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরেক শিশু সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যায়।
শনিবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চাতল পাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রাজু আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে ফকিরদিয়া গ্রামের মেঘনা নদীর ওপার থেকে নৌকা যোগে ছাগল পার করার সময় ডিঙি নৌকাটি ডুবে যায়।
এ সময় ছাগলটিকে বাঁচাতে গিয়ে জান্নাত পানিতে ডুবে মারা যায়। তবে তার সঙ্গে থাকা আরেক শিশু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
মরদেহ উদ্ধার করে চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
আরবি/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।