ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর চত্বরের সামনে ‘আত্মঘাতী’ হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
বিমানবন্দর চত্বরের সামনে ‘আত্মঘাতী’ হামলার ঘটনায় মামলা ‘আত্মঘাতী’ হামলার ঘটনায় মামলা (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোল চত্বর এলাকায় আত্মঘাতী হামলার ঘটনায় বিমনবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৩৭।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে বলেন, অজ্ঞাত কয়েক জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
পিএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।