শনিবার (মার্চ ২৫) ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন, চায়ের ইলেক্ট্রিক কেটলির শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, গত ২৪ মার্চে আমরা তথ্য পেয়েছি। মহা ব্যবস্থাপকের (জিএম) পিএসের রুমের কেটলিতে শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) ব্যাংক খুলবে। আমরা বিভাগের সবার সঙ্গে কথা বলবো। পরে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। আশা করছি পাঁচ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দিবো।
এর আগে, গত ২৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩২ তলা ভবনের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগুনে ক্ষয়ক্ষতি ও কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল অন্য দুই সদস্য হলেন, ব্যাংকের মহা ব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. মাহমুদুল হক খান চৌধুরী ও তফাজ্জল হোসেন। কমিটি ২৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস আলাদা করে সমেরন্দ্র নাথ বিশ্বাসকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এমএফআই/আরআইএস/এসএইচ