আগামী জুনের মধ্যে শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। মূলত এজন্যই প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
সোমবার (২৭ মার্চ) দুপুরে বিজিএমইএ নেতাদের সঙ্গে প্রতিনিধি দলটি বৈঠক করবে।
এ দলটি ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পাওয়ার বিষয়ে সুপারিশে ভূমিকা রাখবে।
ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য হলেন- লিন্ডা ম্যাকাভেন, আর্নে লেইতজ্, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুস।
তিন দিনের সফরের তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবেন ট্রেড ইউনিয়ন, অ্যাকর্ড, আইএলওর প্রতিনিধিদের সঙ্গে।
কথা বলবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে।
এ ছাড়া তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবেন।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কয়েকটি পোশাক কারখানা ঘুরে দেখবেন।
২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ঢাকায় ইইউ দূতাবাসে দলটি সংবাদ সম্মেলনে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
কেজেড/বিএস