সোমবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের পাশে এক যুবককে ধাওয়া করে এ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ভোরে নিয়মিত টহলের সময় বারোপোতা বাজারে এক যুবককে সন্দেহভাজন হলে তাকে দাঁড়াতে বলা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ককটেল বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এজেডএইচ/আরএ