রোববার (২৬ মার্চ) দিনগত গভীর রাত আড়াইটার দিকে তেলীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চন্দনা এলাকার বাসিন্দা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, স্থানীয় একটি মাজার শরীফে যাওয়ার জন্য সন্ধ্যার পর তারা রাত্রিযাপনের কথা বলে অত্র এলাকার রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ