ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নাটোরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

নাটোর: নাটোর সদর উপজেলার তেলকূপি গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন হাওয়া বিবি (৪৫) নামে এক নারী।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বিবি ওই এলাকার মমতাজ হোসেনের স্ত্রী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সকালে হাওয়া বিবি রান্না করছিলেন। এসময় শিমুল এসে তার কাছে টাকা চান। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা দেশীয় অস্ত্র নিড়ানী (ধান খেত পরিচর্যায় ব্যবহৃত) দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাওয়া বিবির বাবা শুকুর খাঁ (৮০) তাকে বাঁচাতে এলে তিনিও আহত হন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী শিমুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওসি আরো জানান, শিমুল আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকদ্রব্য কেনার জন্য টাকার জন্যই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এর আগেও মাদকাসক্ত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছিল শিমুল। এছাড়াও কিছুদিন আগে শিমুলকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়।

শিমুলের বিরুদ্ধে বাবা মমতাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭/আপেডেট:১৯০০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।