সোমবার (২৭ মার্চ) বেলা ১১টায় জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। এর আগে রোববার দিনগত গভীর রাতে জাটকাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব বাংলানিউজকে জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে তাদের একটি দল রোববার রাতে মেহেন্দিগঞ্জের ভাসানচরের কালাবদর নদীতে অভিযান চালায়।
এময় একটি নৌকাসহ ৫ ড্রাম জাটকা জব্দ করা হয়। তবে পালিয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমএস/আরএ