ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত

আশুলিয়া, সাভার: আশুলিয়ার বাড়ইপাড়ায় বাসের চাপায় ইদ্রিস (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে মহাসড়কের উভয় পাশ মিলে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত ইদ্রিসের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামে। তিনি বাড়ইপাড়ার রবি সিকদারের বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামিম হাসান বাংলানিউজকে জানান, ভোরে ইদ্রিস বাড়ইপাড়া মসজিদে নামাজ পড়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় ইতিহাস পরিবহনের একটি বাস ইদ্রিসকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।