তিনি বলেছেন, এ নিয়ে সঠিক ও আকর্ষণীয় খবর দিচ্ছে এই গ্রুপের সংবাদমাধ্যমগুলো।
প্রধানমন্ত্রীর ওই সফরের বিভিন্ন দিক নিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ছয়টি সংবাদমাধ্যমের কর্মীদের সামনে আলোচনায় এ কথা বলেন শ্রীংলা।
সোমবার (২৭ মার্চ) বেলা পৌনে তিনটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজের কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এতে উপস্থিত রয়েছেন।
অংশ নিচ্ছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ২৪ এর সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ সব কটি সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রাজেশ উইকে ও অ্যাটাশে (প্রেস) রঞ্জন মন্ডলসহ অন্য কর্মকর্তারও রয়েছেন এ আলোচনা সভায়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে দেশবাসির আগ্রহ ও একই সঙ্গে প্রত্যাশা অনেক। এই আলোচনার মধ্য দিয়ে তার বিভিন্ন দিক উঠে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, চরম ব্যস্ততার মধ্যেও মিডিয়া হাউজে আপনাকে পেয়ে আমরা খুশি। সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণও এর আগে মিডিয়া হাউজ পরিদর্শন করেছেন। ভারত সবসময় আমাদের পাশে রয়েছে। বাংলাদেশ-ভারতের মধ্যে যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, তার জন্য সবাই সমানভাবে খুশি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। আশা করি বর্তমান হাইকমিশনারের কার্যকালে দু’দেশের সম্পর্ক আরও উন্নত হবে।
এর আগে অনুষ্ঠান পৌঁছালে হর্ষ বর্ধন শ্রিংলাকে ফুল দিয়ে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও অন্যরা।
হর্ষ বর্ধন তার বক্তৃতায় আরও বলেন, বন্ধুত্ব একটি সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারত সেই বন্ধুত্বের সম্পর্কই নিশ্চিত করতে চায়।
তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশ সময় ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এএ/এমএমকে