রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, ইটাহাটা এলাকায় বাড়ির পাশে দোকান থেকে রাতে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা সাইদুর রহমানকে এলোপাথারি কুপিয়ে জখম করে।
পরে গুরুতর অবস্থায় সাইদুর রহমানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় কাউন্সিলর (সংরক্ষিত) মোসা. বকুল আক্তার জানান, নিহত সাইদুর রহমান সৌদি প্রবাসী ছিলেন। দেড় বছর আগে দেশে ফিরে বাড়ির পাশে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। রাতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সে ওই এলাকার নিহত মৃত আলী আকবরের ছেলে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরএস/বিএস