সোমবার (২৭ মার্চ) দুপুরে মুফতি মাহমুদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেজর আজাদ শঙ্কামুক্ত।
গত ২৫ মার্চ (শনিবার) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে গুরুতর আহত হন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও উপপরিচালক মেজর শাহীন আজাদ।
এ সময় গুরুতর আহত অবস্থায় র্যাবের ওই দুই কর্মকর্তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতেই বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাদের সিএমএইচে আনা হয়।
এদিকে লে. কর্নেল আবুল কালাম আজাদকে রোববার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরএটি/এমজেএফ