সোমবার (২৭ মার্চ) সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএম স্কুল মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা দুর্নীতির বিষয়ে বিস্তারিত জানাতে পারছে।
দুর্নীতি দমন কমিশন বরিশালের পরিচালক মো. আক্তার হোসেন বলেন, এসব কর্মসূচির ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এতে করে এই শিশুরাই আগামীতে বড় হয়ে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমএস/এনটি