সোমবার (২৭ মার্চ) দুপুরে চারজনকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বাংলানিউজকে জানান, প্রশাসনিক কারণে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাশেদ, কনস্টেবল জিয়াউর রহমান, নজরুল ইসলাম ও মো. মোজাম্মেল হককে প্রত্যাহার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদের নেতৃত্বে ওই তিন কনস্টেবল কালীগঞ্জের নলসাটা দড়িপাড়া এলাকায় খ্রিস্টান পল্লিতে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনদিন পর সোমবার দুপুরে পুলিশের এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
আরএস/আরআইএস/টিআই